Last Updated on 1 year by Shaikh Mainul Islam
শুরু হচ্ছে এশিয়া কাপ আসরের ১৬ তম আসর। ৩০ আগস্ট ২০২৩ থেকে শুরু করে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬ টি দলের সমন্বয়ে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, ফলাফল এবং পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জানবো এই পোষ্টে।
প্রিয় ক্রিকেট প্রেমি পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “এশিয়া কাপ ২০২৩ সময়সুচি, এশিয়া কাপের পয়েন্ট টেবিল সহ বিস্তারিত” এ। এই পোষ্টে আমরা ২০২৩ সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৩ এর সকল তথ্য জানবো।
আজকের পোষ্টে আমরা জানবো, কোন দলগুলো এশিয়া কাপ ২০২৩ এ অংশ্রগ্রণ করবে, বাংলাদেশ সময় কোন ম্যাচ কয়টায় শুরু হবে, কিভাবে ঘরে বসে এশিয়া কাপের খেলা দেখা যাবে, এশিয়া কাপের প্রত্যেক ম্যাচের ফলাফল, এশিয়া কাপ ২০২৩ এর পয়েন্ট টেবিল এবং খেলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
এশিয়া কাপ ২০২৩ এর দল ও নিয়ম সমূহ
২০২৩ সালের এশিয়া কাপে দুইটি গ্রুপে ৩ টি করে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। এশিয়া কাপ ২০২৩ এর অংশগ্রহণকারী ৬ টি দল এবং তাদের গ্রুপ হচ্ছেঃ
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
গ্রুপ A: ভারত, পাকিস্তান এবং নেপাল।
গ্রুপ B: বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
এবারে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপেরই সবথেকে বেশি পয়েন্ট ধারী দুটি করে মোট চারটি দল সুপার ফোর বা সেরা চারে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুনঃ এশিয়া কাপ লাইভ খেলা দেখার উপায় । ফ্রিতে এশিয়া কাপ দেখুন ঘরে বসে
এবং ফাইনাল ম্যাচ খেলবে সুপার ফোরে সবথেকে বেশি পয়েন্ট অর্জন কারী দুটি দল।
আশা করছি, এশিয়া কাপ ২০২৩ এর ৬ টি দলের খেলা এবং সুপার ফোরে কিভাবে কোন দল কোন দলের সাথে খেলবে তা বুঝতে পেরেছেন।
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি । বিস্তারিত
এবার চলুন, এশিয়া কাপ ২০২৩ সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী দেখে নেওয়া যাক। একই টেবিলে প্রত্যেক ম্যাচ শেষে ম্যাচ ফলাফল এর আপডেট পাবেন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক এশিয়া কাপের সময় সূচি ২০২৩ এর সকল তথ্য।
ম্যাচ | তারিখ ও বার | সময় | ফলাফল |
পাকিস্তান vs নেপাল | ৩০ আগস্ট | বিকাল ৪ টা | পাকিস্তান |
বাংলাদেশ vs শ্রীলঙ্কা | ৩১ আগস্ট | দুপুর ১ঃ৩০ | শ্রীলঙ্কা |
পাকিস্তান vs ভারত | ২ সেপ্টেম্বর | দুপুর ১ঃ৩০ | বৃষ্টিতে অসমাপ্ত |
বাংলাদেশ vs আফগান | ৩ সেপ্টেম্বর | দুপুর ২ টা | বাংলাদেশ |
ভারত vs নেপাল | ৪ সেপ্টেম্বর | দুপুর ১ঃ৩০ | ভারত |
শ্রীলঙ্কা vs আফগান | ৫ সেপ্টেম্বর | বিকাল ৪ টা | শ্রীলঙ্কা |
বাংলাদেশ vs পাকিস্তান | ৬ সেপ্টেম্বর | বিকাল ৪ টা | পাকিস্তান |
বাংলাদেশ vs শ্রীলঙ্কা | ৯ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ | শ্রীলঙ্কা |
পাকিস্তান vs ভারত | ১০ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ | ভারত* |
ভারত vs শ্রীলঙ্কা | ১২ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ | ভারত |
পাকিস্তান vs | ১৪ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ | শ্রীলঙ্কা |
ভারত vs বাংলাদেশ | ১৫ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ | বাংলাদেশ |
ভারত vs শ্রীলঙ্কা (ফাইনাল) | ১৭ সেপ্টেম্বর | দুপুর ২ঃ৩০ |
এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩
প্রিয় পাঠক, এবার এশিয়া কাপ ২০২৩ এর নিয়ম অনুযায়ী পয়েন্ট এর উপর নিরভর করবে কোন দল পরবর্তী স্টেপে খেলার সুযোগ পাবে। তাই, এশিয়া কাপ ২০২৩ এর পয়েন্ট টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বলে রাখা ভালো যে, এশিয়া কাপ ২০২৩ এর ১৩ টি ম্যাচ ৩ টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমে গ্রুপ পর্বে প্রত্যেকটি দল খেলবে প্রত্যেকটি দলের সাথে।
প্রত্যেক গ্রুপে ৩ টি দল থেকে ২ টি করে মোট ৪ টি দল পরবর্তী স্টেপে যাবে। এবং সুপার ৪ থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ২ টি দল ফাইনাল খেলবে। সেই হিসেবে নিচে ৬ টি দলেরই টেবিল পয়েন্ট এবং ম্যাচ সংখ্যা উল্লেখ করা হলোঃ
দল | ম্যাচ | জয় | পয়েন্ট টেবিল | রান রেট |
বাংলাদেশ | ৩ | ১ | ২ | -0.463 |
শ্রীলঙ্কা | 3 | 2 | 4 | -0.134 |
ভারত | 3 | 2 | 4 | +1.753 |
পাকিস্তান | 3 | 1 | 2 | -1.283 |
এশিয়া কাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথা
২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৫০ ওভার তথা একদিনের ওয়ানডে ম্যাচ হিসেবে। এই খেলা প্রথমে পাকিস্তানে হওয়ার কথা ছিলো।
তবে, ভারত পাকিস্তান রাজনৈতিক কারণে ভারত দল পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়।
তাই, ভারতের সহ কিছু ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তাই বলা যায় যে, এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
দেশ দুইটির বেশ কয়েকটি স্টেডিয়ামে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনু বা স্টেডিয়াম শ্রীলঙ্কার R. Premadasa International Cricket Stadium এ।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
এশিয়া কাপ ২০২৩ এ এশিয়া মহাদেশের মধ্যে থাকা দেশের মধ্যে মোট ৬ টি দেশ অংশ্রগ্রহণ করবেন।
এর মধ্যে এখন পর্যন্ত সবথেকে বেশি বার এশিয়া কাপ জয় করে ভারত এবং পাকিস্তান।
এখন পর্যন্ত একবারও এশিয়া কাপের ট্রফি জয় করতে পারেননি বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল।
আশা করছি, এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি যা টেবিল আকারে দেওয়া হয়েছে সেখান থেকে বিস্তারিত বুঝতে পারছেন।
এছাড়াও এশিয়া কাপ আজকের খেলা নিয়েও সব বিষয়ে জানতে পেরেছেন।
প্রিয় ক্রিকেট প্রেমী পাঠক, এবার চলুন এশিয়া কাপ ২০২৩ সময়সূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
এশিয়া কাপ 2023 সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS
প্রঃ এশিয়া কাপ ২০২৩ কবে থেকে শুরু হবে?
= এশিয়া কাপ চলতি মাস তথা ৩০ আগস্ট থেকে শুরু করে ১৭ সেপ্টেম্বর ফাইনাল মাচের মধ্য দিয়ে শেষ হবেহ।
প্রঃ এশিয়া কাপ ২০২৩ এ কয়তি দেশ অংশ্রগ্রহণ করবে?
= ২০২৩ সালে এশিয়া কাপে দুইটি গ্রুপে মোট ৬ টি দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কা) অংশ্রগ্রহণ করবে।
প্রঃ ভারত এখন পর্যন্ত মোট কয়বার এশিয়া কাপ জয় অর্জন করে?
= টি টুয়েন্টি এবংগ ওয়ানডে মিলে মোট ৭ বার এশিয়া কাপ অর্জন করে ভারত।
প্রঃ এশিয়া মহাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পূর্ণ নাম কি?
= ACC – এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
প্রঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি এবং টেবিল পয়েন্ট একই সাথে পাওয়া যাবে কোথায়?
= এই পোষ্টে আপনি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি এবং পয়েন্ট টেবিল সহ এশিয়া কাপের সকল তথ্য পেয়ে যাবেন।
প্রঃ বাংলাদেশ কত সাল থেকে এশিয়া কাপ খেলে আসছে?
= বাংলাদেশ ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ১১ বার এশিয়া কাপে অংশ্রগ্রহন করেছে।
এশিয়া কাপ ২০২৩ সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা এশিয়া কাপ ২০২৩ সময়সূচি সম্পর্কে জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে ২০২৩ সালের এশিয়া কাপের সকল তথ্য যেমনঃ কয়টি দল খেলবে, এশিয়া কাপ বাংলাদেশ সময় কখন শুরু হবে, পয়েন্ট টেবিল কিভাবে দেখবো ইত্যাদি।
এর পরেও যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। অথবা আমাদের খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিট করুন।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, ফলাফল এবং পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জেনে নিন”